1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - Uttarkon
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় একশ’ বোতল ফেনসিডিল রাখার দায়ে জনি শেখ (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৩ মার্চ) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়ার আব্দুল বারেকের ছেলে জনি শেখ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ” বোতল ফেন্সিফিলসহ জনি শেখকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলা নং – দায়রা ১১২/১৮। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেয় আদালত। পরে তাকে কারাগারে স্থানান্তর করা হয়।

এ মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।

রায় সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর জানান, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে। এ রায় যথাযথ হয়নি। আসামির পক্ষে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মাদক একটি সামাজিক ব্যধি। এটি নির্মুল না হলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত। তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এ ধরণের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies