1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না: ইসি রাশেদা সুলতানা - Uttarkon
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না: ইসি রাশেদা সুলতানা

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন- নির্বাচন কমিশনকে মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে। এটা যদি নষ্ট হয়ে যায় বা গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না। যা জনগণ এবং আইনের চাওয়া। আর নির্বাচন কমিশন সেই লক্ষে কাজ করে যাচ্ছে। যেন আন্তর্জাতিক মহলেও তা গ্রহণযোগ্যতা পাই। এছাড়াও আমরা একজন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারে সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা। এসময় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনে গত ২৯ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যান। এতে ওই আসনের নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ওই আসন থেকে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies