1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
পাবনার ৫টি আসনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী - Uttarkon
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:

পাবনার ৫টি আসনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী

  • সম্পাদনার সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান আজ রবিবার (০৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৪,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২,৩৮৭ ভোট। এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) শামসুল হক আম প্রতিকে ২৭৭ ভোট,  জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর পারভীন খাতুন মশাল প্রতিকে ১৯০ ভোট,  তৃণমুল বিএনপির জয়নাল আবেদীন সোনালী আঁশ প্রতিকে ৪০১ ভোট এবং  জাতীয় পার্টির সরদার শাজাহান লাঙ্গল প্রতিকে ৩৭৬ ভোট পেয়েছেন।

পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীকে ১,৬৫,৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিকে পেয়েছেন ৪,৩৮২ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে, স্বতন্ত্র প্রার্থী
আব্দুল আজিজ খান ঈগল প্রতিকে পেয়েছেন ২০১৩ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) প্রার্থী মোমিনুল ইসলাম ফুলের মালা প্রতিকে ৩৬৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতিকে ২০২২ ভোট, তৃণমুল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতিকে ৪০৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী শেখ আনিসুজ্জামান মশাল প্রতিকে ২৮১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টি, (এনপিপি) প্রার্থী আজিজুল হক আম প্রতিকে ৩৬৬ ভোট পেয়েছেন।

পাবনা-৩ আসনে মকবুল হোসেন
নৌকা প্রতিকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী
ট্রাক প্রতিকের আব্দুল হামিদ পেয়েছেন ১,০০,১৫৯ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মীর নাদিম মোহাম্মদ ডাবলু লাঙল প্রতিকে ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজিজুল হক ডাব প্রতিকে পেয়েছেন ২৫১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী আবুল বাশার শেখ মশাল প্রতিকে পেয়েছেন ১৭৫ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) প্রার্থী বেলাল মোল্লা আম প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি, (বিএসপি) একতারা প্রতিকে পেয়েছেন ৪১২ ভোট। গণতন্ত্রী পার্টির খায়রুল আলম কবুতর প্রতিকে ২৭৪ ভোট পেয়েছেন।

পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফ নৌকা প্রতিকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪,৬৬২ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতিকে ১,৫৩৩ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী আব্দুল খালেক মশাল প্রতিকে পেয়েছেন ১০৬০ ভোট, কৃষক শ্রমকি জনতা লীগ প্রার্থী আতাউল হাসান গামছা প্রতিকে ৮২৬ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) প্রার্থী মনছুর রহমান আম প্রতিকে ৭৮৭ ভোট পেয়েছেন।

পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স ১,৫৭,২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতিকের জাকির হোসেন পেয়েছেন ৩,৩১৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রার্থী আব্দুল কাদের খান কদর ২,৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন বটু সোনালী আঁশ প্রতিকে ৩,২৫৯ ভোট, ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মোহাম্মদ আবু দাউদ আম প্রতিকে ১,৫৫৪ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies