1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রাজশাহীতে তিন দিনব্যাপি ‘ওয়াসা সপ্তাহ’ উদ্বোধন - Uttarkon
রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

রাজশাহীতে তিন দিনব্যাপি ‘ওয়াসা সপ্তাহ’ উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের কতৃপক্ষ (ওয়াসা)- এর উদ্যোগে তিন দিনব্যাপি ওয়াসা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় নগরীর উপশহর ওয়াসা’র প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জাকীর হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াসা’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম তুহিনুর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) মোঃ আল্লা হাফিজ, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, সচিব মোঃ বরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা, মোঃ ইকবাল হোসেন, রেজাউল হুদা, মাহবুবুর রহমান রাজস্ব কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ ওয়াসা’র উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন বলেন, পানি মানুষের জীবনের একটি অপরিচ্ছেদ্য অঙ্গ এটি মনে করিয়ে দেওয়ার জন্য ‘ওয়াসা সপ্তাহ’ পালিত হচ্ছে। পানি প্রাকৃতিক সম্পদ, এটা যথেচ্ছ ব্যবহার করবেন তা ঠিক নয়। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন।
এছাড়াও পানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়াই এই সপ্তাহের মূল লক্ষ্য। এই সপ্তাহটি আমাদের জন্য একটা অ্যালার্ট। পানির নিশ্চয়তা বিধানে আমরা যেন কামিয়াব হতে পারি, অ্যাট দ্য সেম টাইম পানির ব্যবস্থাপনায় যাতে আরও পদক্ষেপ নিতে পারি এটাই কাম্য।
তিনি আরো বলেন, ওয়াসা নগরবাসীর পাশে আছে এবং সর্বদা থাকবে। গ্রাহকদের সহযোগিতায় ওয়াসা শতভাগ সুপ্রেয় পানি নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর আমরা যারা পানির অপারেটর, তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে পানি পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কী কী করা উচিত। এছাড়াও মহানগরীর মানুষকে জানিয়ে দেওয়া হয় পানির বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। মূল বিষয়টি হওয়া উচিত, পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies