1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
কালাইয়ে বিএনপির প্রতীকী অনশন - Uttarkon
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

কালাইয়ে বিএনপির প্রতীকী অনশন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ সরকারের অব্যবস্থাপনা ও সীমাহীন দূর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালাই পৌরসভার কাঁচাবাজারে দলীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া অনশন চলে বিকেল ৩টা পর্যন্ত। কেন্দ্রীয় এই কর্মসূচিতে থানা ও পৌর বিএনপি, জিয়া পরিষদ ছাড়াও ছাত্রদল, মহিলা দল এবং যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে মাটিতে বিছানা পেতে বসে করেন এ প্রতীকী অনশন। প্রতীকী অনশনে কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো.মওদুদ আলম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই থানার বিএনপি’র আহবায়ক ইব্রাহীম হোসেন, কালাই পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ লিটন, কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম, কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজ, জেলার সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণসম্পাদক তারিকুল ইসলাম তালুকদার রাসেল, থানা যুবদলের নেতা মো. আতিকুর রহমান তালুকদার আতিক, কালাই থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাফিসহ থানা ও ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দরা।  এ প্রতীকী অনশন চলাকালে বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যার্থ, দেশে চাল-ডাল ও তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণের এখন নাভিশ্বাস হয়ে উঠেছে। কিন্তু সরকার এখনও নিশ্চুপ রয়েছে। যেহেতু তাদের জনগণের সমর্থন ও ভোটের প্রয়োজন হয় না, তাই তাদের কষ্টও তারা অনুভব করে না।  বক্তারা আরও বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্রের উপর ভর দিয়ে টিকে আছে। তাই জনগনের কান্না তাদের কাছে পৌছায় না। স্বাধীনতার এত বছর পর এসে কেন মানুষ নিত্যপণ্যের কেনার জন্য টিসিবির লাইনে দৌড়াবে? আজ এগুলো তাদের কাছে তামাশা। বিএনপি জনগনের দল আর তাই জনগনের এই দুর্দশায় বিএনপি তাদের পক্ষে মাঠে নেমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies