নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক- প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির। এরপর তিনি উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোহান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রাণী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, সাব-রেজিস্ট্রার মোছা. শামীমা পারভিন, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গামা, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল প্রমূখ।