মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই হাটু পানির নিচে ডুবে যাচ্ছে উপজেলা সদরের ব্যস্ততম সড়কগুলো। এতে চলাচলেও চরম দূর্ভোগ হচ্ছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলা সদরের বাসিন্দারা। প্রবীন বাসিন্দারা জানান, উপজেলা সদরের বেশিরভাগ পানি বুলবুল সিনেমা হলের পাশ দিয়ে বসনা খাড়িতে গিয়ে পড়তো। দিনের পর দিন পানি যাওয়ার এ রাস্তায় ঘরবাড়ি নির্মাণের ফলে এ পথে আর পানি যাচ্ছে না। এ কারণে পানি জমে পুরো উপজেলা সদর জুড়ে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ জলবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে ড্রেন নির্মাণ করলেও সেগুলো অপরিকল্পিত হওয়ায় কোন কাজে আসছে না। গতকাল শনিবার উপজেলা সদরের ব্যস্ততম সড়ক গুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় সেগুলো পানিতে ডুবে আছে। অনেক স্থানে সড়ক গুলো এক হাটু পানির নিচে আছে। স্থানীয় উন্নয়ন সংস্থা আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া বলেন, জলবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পিত ভাবে নতুন নতুন ড্রেন নির্মাণ করতে হবে এবং পুরাতন ড্রেন গুলোকে বর্ষা মৌসুমের আগেই পরিষ্কার করে পানি চলাচলের পথ সুগম করতে হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সমস্যাটিকে নিয়ে গত আইনশৃংঙ্খলা কমিটি ও সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ জলবদ্ধতা নিরসনে শীঘ্রই কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।#