নওগাঁ প্রতিনিধি :আমের মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলায় উৎপাদিত আম বাজারজাতকরণ, আম ব্যবসায়ি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে সাপাহার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, সাপাহার উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, আম চাষী সোহেল রানা ও আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা বক্তব্য রাখেন। এসময় আমের ন্যায্য ওজন, পরিবহন ব্যবস্থা, সড়কে যানজট, চাঁদাবাজি ও হয়রানি যেন না হয়, ব্যাংকে টাকা বিতরণে সক্ষমতা (গ্রাহকদের মাঝে পর্যাপ্ত টাকা সরবরাহ) সহ সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।