দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ২০২৩-২৪অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুপচাঁচিয়া পৌরসভায় তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১১জুন মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে এ চাল বিতরনের উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মহিদুল ইসলাম, কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দিপক কু-ু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান সহকারী মাহমুদুল হোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান প্রমুখ। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের প্রস্তুতকৃত তালিকার ৪হাজার ৬’শ ২১জন উপকার ভোগীদের মাঝে ১০কেজি করে ৪৬.২১০মে.টন চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।