দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ১১জুন মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক। এসময় ইউপি সচিব উত্তম কুমার শীল ও পরিষদের সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এ চাল বিতরনী অনুষ্ঠানে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের মাঝে ১০কেজি করে মোট ১হাজার ৯’শ ২৮জনের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।