বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর ১৯ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বগুড়া শহরের বড়গোলাস্থ সংগঠন কার্যালয়ে শিশুদের নিয়ে তৈরী দেয়াল পত্রিকা রঙের উঠোন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উঠোন কাব্য অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক আসগর খান, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, কবি জয়ন্ত দেব, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্ণিমা। সভাপতিত্ব করেন প্রকাশ শৈলীর সভাপতি সুব্রত সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান। বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক এইচ আলিম, বাচিক শিল্পী ঈমামুল হুদা বিপ্লব। এতে সংগঠনের শিল্পীবৃন্দ সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে ৮ জুন শনিবার বিকালে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, লিটলম্যাগ প্রকাশ শৈলীর মোড়ক উন্মোচন, অতিথি কথন এবং কবিদের নিয়ে আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কবি জয়ন্ত দেব, কবি রবিউল আলম অশ্রু। সভায় সভাপতিত্ব করেন প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান।
প্রকাশ শৈলী বগুড়ার সাধারণ সম্পাদক লুবনা জাহান জানান, ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশ শৈলীর দুই দিনের কর্মসূচি পালন হয়।