গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ রবিবার বগুড়ার গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নাড়ুয়ামালার প্রথমারছেও গ্রামের হযরত আলী (মালয়েশিয়া প্রবাসী) এবং রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক হোসেনপুর গ্রামের (মালয়েশিয়া প্রবাসী) ময়নুল ইসলাম সেন্টুর পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজ খবর নিতে ছুটে যান বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কুদরতি খোদা সোহাগ, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদল আহবায়ক বেলাল হোসেন, বিএনপি নেতা শহিদুল, ভোলা, ফটু, লাল্টু, আমিনুর, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস, হযরত আলী পরিবারের সদস্য দোলেনা খাতুন, আব্দুল কাদের, মেহেদী হাসান, মেহেরুন নেছা, নুসাইবা এবং সেন্টুর পরিবারের সদস্য সুমা আক্তার, মাইশা আক্তারসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।