সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে সুফলভোগীদের মাঝে ২ হাজার ১০ টি মুরগী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। এসময় পৌর মেয়র মতিউর রহমান মতি,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম,ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ,চালুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলীসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩৪ জন সুফলভোগীদের প্রত্যেককে ১৫ টি করে মোট ২ হাজার ১০ টি মুরগী দেওয়া হয়।