দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, প্রভাষক জাহাঙ্গীর আলম। বিতর্ক প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, জেলা দুর্নীতি দমন কমিশননের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার, সদস্য অসীম কুমার দাস প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।