বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে কলেজ চত্বরে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুন, হাবিবুর রহমান হীরা, শিহাব, রাসেল, রাকিব, সিয়াম, শিশির, জিয়াম,লাজলু, রতন, রাব্বি সহ অনেকে। বৃক্ষরোপণকালে ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন। বিএনপি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামে ছাত্রদল সবসময় পাশে থাকবে।