দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ৫জুন বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সামাজিক বনায়ন নার্সরী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ স্বপন আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, শিক্ষক বিপুল মহন্ত, ফরিদা ইয়াছমিন, শিক্ষার্থী স্পৃহা পাল, আতিরা তাসনিম প্রমুখ। সভার পূর্বে এক র্যালি বের হয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।