1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
আদমদীঘিতে সড়ক নির্মানে অনিয়ম চলছে প্রকাশ্য দিবালোকে - Uttarkon
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

আদমদীঘিতে সড়ক নির্মানে অনিয়ম চলছে প্রকাশ্য দিবালোকে

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজে প্রকাশ্য দিবালোকে অনিয়ম করার অভিযোগ মিলেছে। জানা গেছে, সড়কের ডব্লুবিএম কাজে এক নম্বর ইট ভেঙ্গে দেড় ইঞ্চি সাইজের খোয়া ব্যবহার করার পরিবর্তে প্রায় অর্ধেকাংশ দুই ও তিন নম্বর ইটের বড় বড় সাইজের টুকরা ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে,উপজেলার সান্তাহার নেসকো কার্যালয় থেকে দুর্লভবাবার মাজার হয়ে বশিপুর মন্ডলপাড়া মসজিদ পর্যন্ত আরসিসি সড়কের কাজে খোয়া’র নামে ফেলা হয়েছে ইটের বড় বড় টুকরো। এছাড়া ইতিমধ্যে কাপেটিং হয়ে যাওয়া শহরের দিলিপের মোড় থেকে পান্নার মোড় এবং পান্নার মোড় থেকে হবির মোড় পর্যন্ত সড়কে ডব্লবিএম কাজে খোয়া নামে ইটের বড় বড় টুকরা এবং কার্পেটিং কাজে ভাঙ্গা পাথরের সাথে বড় বড় সাইজের আস্ত পাথর ব্যবহার করা হয়েছে। প্রাক্কলিত দরের চেয়ে নিম্ম দরে কাজ নেয়া ঠিকাদাররা প্রকৌশল বিভাগের সাথে যোগসাজস করে অনিয়ম করছে বলে অভিযোগ উঠেছে। একারনে কোটি কোটি টাকা ব্যয়ে করা এসব সড়ক টেকসই হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। আইইউআইডিপি প্রকল্পের ১০ কোটি এবং স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকোভ্যারি প্রজেক্টের বরাদ্দ করা তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এসব কাজ চলমান রয়েছে। ডব্লুবিএম (কার্পেটিং এবং ঢালাই করার এর আগের কাজ) কাজে খোয়া ব্যবহার করা বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম এবং মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু কথায় গরমিল পাওয়া গেছে। প্রকৌশলী এক নম্বর ইটের খোয়া দেড় ইঞ্চি সাইজ হতে হবে বলে জানালেও মেয়র বলেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ ব্যবহার করা যাবে। তবে সরেজমিন যা দেখা গেছে সেটা দুই কর্তার কথার সাথে ব্যবহর করা খোয়ার সাইজ ও ইটের নম্বরের মিল পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies