আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মসজিদের দখলে থাকা খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সূর্য বেগম, রিপা আক্তার, শিউলি বেগম, কামরুন নাহার, আবুল কালামকে আদমদীঘি ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ জুন ) সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে প্রায় সাড়ে ৩ বিঘা জলাশয়ের একটি সরকারি খাস পুকুর রয়েছে। মসজিদ উন্নয়নের জন্য উক্ত মসজিদ কমিটির লোকজন ওই পুকুরে মাছচাষ করে আসছে দীর্ঘদিন যাবত। গ্রামে দুটি মসজিদ একই কমিটি দিয়ে পরিচালনা করা হয় বলে গ্রামবাসি জানায়। গত রোববার (২ জুন) মসজিদ কমিটির সভাপতি গ্রামবাসিকে না জানিয়ে তার লোকজন নিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে। ফলে গ্রামের লোকজনের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বুধবার (৫ জুন) সকালে আবারো পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গেলে ওই গ্রামের লুৎফর রহমান, জয়নুল, আজিজুরসহ অনেকেই মাছ ধরতে বাঁধা দেয়। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলুর সাথে অপরপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুপক্ষের নারী সহ ১০জন আহত হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলু জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী জানান,অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।