বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বিরামপুর উপজেলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান পারভেজ কবীর ও ভাইস চেয়ারম্যানদ্বয় মঙ্গলবার (০৪ জুন) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষ্যে উপজেলা কন্ফারেন্স সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও উম্মে কুলছুম বানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব রুহুল আমীন সরদার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক মশিহুর রহমান প্রমূখ। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলার সর্বস্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সমর্থক বৃন্দের সাথে নব-নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।