ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সমাজ থেকে অশ্লীলতাকে দূর করতে ভূমিকা রাখতে পারে । তাই ইসলামী গানকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা সহ সুস্থ সাংস্কৃতিক চর্চার আয়োজন করতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া পৌরসভার সাবগ্রাম স্ট্যান্ড সংলগ্ন মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল উম্মাহ এর আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাই টিভি বগুড়া ব্যুরো চীফ ও বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মোঃ লতিফুল করিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের মহিউদ্দিন হাসান (খান সাহেব), সাবগ্রাম এলাকার নর্দান কোল্ড স্টোর এর ম্যানেজার ফারুক হোসেন, বগুড়ার অবিরাম ইসলামী শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ মাওলানা সাহেদ বিল্লাহ, শটিবাড়ী দারুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা শ ম মনিরুজ্জামান, দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মঈনুল হক, ঢাকার যাত্রাবাড়ী এলাকার ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শাহাদত হুসাইন সাইফি।
ধারা বর্ণনাকারী ও আবৃত্তিকার নাঈম আহমাদ আজিজীর উপস্থাপনায় বগুড়ার উপান্ত শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ইসলামিক সংস্কৃতিক গান পরিবেশন করেন। এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহর নেতৃবৃন্দ ও সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।