মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নাটোরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক জেলা পর্যায়ে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ শফিকুর রহমান। সভায় নাটোর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী, প্রত্যেক উপজেলার হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউপি সচিবগণ উপস্থিতি ছিলেন। সভায় গ্রাম আদালতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।