মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে আউট অব স্কুল চ্রিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ শিক্ষা প্রোগ্রাম বাস্তবায়নকারী সংস্থা কারিতাসের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল বাসের মোল্লা, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার বিরোক এক্কা, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। সভায় ৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।