বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( অঃদাঃ) মোঃ কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দুটি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান মোঃ রিজুয়ান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক (বিপিএএ), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাংবাদিক এমদাদুল হক প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয় এবং তা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহন করা হয় ।