মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা। সকল ধর্মের মানুষের সমন্বয়ে মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের সামাজিক সংগঠন এ মেলার আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন। সামাজিক সংগঠনের সভাপতি বৈদ্যনাথ টপ্য সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বি আহমদ, ইউপি সদস্য সাজেদা বেগম ও অহিংসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অহিংসা প্রকল্পের স্টুডেন্ট ফোরামের সদস্য মোসাঃ রোকসানা আক্তার রুপা ও রিমা আক্তার। মেলায় সাম্প্রদায়িক সাম্প্রীতির বিভিন্ন উপাদান, ঐতিহবাহী খাবারসহ বিভিন্ন স্টল বসে। মেলার সাংস্কৃতিক মঞ্চে অহিংসা প্রকল্পের কর্মএলাকার ৮টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ গান ও নাটক পরিবেশন করে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে দিনব্যাপী এ মেলা।