গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ রবিবার (২৬ মে, ২০২৪) সন্ধ্যায় সহযোগী সংগঠন গঠনের নেতৃবৃন্দ তার সাথে সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। সেই সাথে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানে এমপির দৃষ্টি আকর্ষণ করে। পরে এমপি তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দের সভাপতিত্বে মুক্তার হোসেন সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ,কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাছুদুর রহমান মুরাদ, নাকাই ইউপি চেয়ারম্যান খ. ম সাজু, প্রমুখ। মত বিনিময় শেষে পৌরশহরে বিভিন্ন সড়কে মিছিল শহরে ও রাস্তা দক্ষিণ করে। প্রসঙ্গত, চলতি মেয়াদে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা থেকে নিজ সংসদীয় এলাকায় সফরে এসে প্রতিবারই সাধারণ মানুষদের সাথে এমন সাক্ষাত ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।