সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আসন্ন আগামী ২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি,আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বগুড়ার আয়োজনে মতবিনিময় ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বগুড়া ও রিটার্নিং অফিসার সোনাতলা পৌরসভা নির্বাচন মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) তানভীর হাসান, সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা, বগুড়া সদর নির্বাচন অফিসার জাকির হোসেন, সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন। বক্তব্য রাখেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী এবং স্বতন্ত্র প্রার্থী একেএম সাকিল রেজা বাবলা, কাউন্সিলর প্রার্থী তাহেরুল ইসলাম তাহের, জহুরুল ইসলাম ম-ল শেফা ও হারুনুর রশীদ। পরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র পদে ৩ জন। মেয়র পদে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুকে নারকেল গাছ, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে নৌকা এবং অপর স্বতন্ত্র প্রার্থী একেএম সাকিল রেজা বাবলাকে জগ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়াও সাধারণ কাউন্সিলর ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১ জনের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২ নভেম্বর সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।