সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে রায়গঞ্জের নলকার মোড় ও তাড়াশের খালকুলায় দুর্ঘটনা ঘটে।
রোববার রাত ১টার দিকে নলকার মোড়ে ট্রাকচাপায় নিহত হন অটোরিকশাযাত্রী জেলা সদরের মাসিমপুরের নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও ছেলে নয়ন (২২)। অন্যদিকে, রাত ৯টার দিকে খালকুলায় দেশ ট্যাভেলস্ ও মাটিবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত হন বগুড়ার সারিয়াকান্দির মনসুর আলীর ছেলে বাসযাত্রী আনোয়ার হোসেন (৪৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম (টিআই) ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন। দুই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।