মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে রেকর্ড পরিমান জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। রোপা আমন ধান গারো সবুজ রং ধারন করায় দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন শুধু সবুজের সমারোহ। স্থানীয় কৃষকরা জানান, মৌসুমের শুরুতে পোকার আক্রমন দেখা দিলেও কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় এ উপজেলায় এবার রোপা আমনের বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মীর আমজাদ হোসেন জানান, উপজেলায় এবার ২৭ হাজার ৮শ ৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ২৮ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে উফসি জাতের ২৮ হাজার ৫শ ২০ হেক্টর, উচ্চ ফলনশীল জাতের ২শ ৩০ হেক্টর এবং স্থানীয় জাতের ১০ হাজার ১শ ৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায় বলেন এ উপজেলায় এবার ৬৫ হাজার ৬৮ মেট্রিকটন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এবার এ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।