সোমবার খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা শাখার আয়োজনে ব্শ্বি খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি শেখ মোঃ আবু হাসানাত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রোমানা খাতুনের সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি ডালিয়া নাসরিন রিক্তা, সদস্য মোদাচ্ছির রহমান, এম ফজলুল হক বাবলু, রবিউল ইসলাম সহ প্রমুখ। আলোচনায় জনগণের জীবন জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশী বরাদ্দ প্রদান, খাদ্যদ্রব্যের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, হাসপাতালগুলো যথাযথ মরিটরিং, কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে মূল্য কমিশন গঠন, বেকারত্ব নিরসনে যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন, দরিদ্র জনগোষ্ঠির ডাটাবেজ তৈরি, খাদ্য অধিকার আইন প্রণয়নসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করার বিষয়গুলি স্থান পায়। রবিউল ইসলাম নিরবের পরিচালনায় মানববন্ধন ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।