পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও পৌরসভা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে। ১৮ অক্টোবর আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরের শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, টাউন হলে আলোচনা সভা, পৌরসভায় কেক ও শেখ রাসেল স্মরণে কৃষি বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে শেখ রাসেলের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় স্থানীয় পৌরসভায় মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও কাউন্সিলরগণের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে টাউন হলের আলোচনা সভা প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অথিতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা প্রকৌশলী এলজিইডি তাহাজ্জত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। অপরদিকে পলাশবাড়ী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কর্তন অনুষ্ঠান পালিত হয়েছে। সকালে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে দোয়া ও কেককাটা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার প্রমূখ।