নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে নওগাঁ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া ও মাহফিল শেষে শিশুদের নিয়ে ৫৮ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বিভাস মজুমদার গোপাল এর সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ জামান রাশেদ প্রমূখ সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।