টিএমএসএস এর পরিচালক, চীফ (প্রোগ্রাম সেক্টর) ও সংস্থার আজীবন সদস্য মোঃ জাকির হোসেন (৫৪) টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। তিনি বগুড়া সদরের ঠেঙ্গামারা গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ডাঃ হাসিবুল হাসান রাজন, স্ত্রী, মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে টিএমএসএস পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বাদ জোহর ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল চত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার জনগণ অংশগ্রহণ করেন। জানাজায় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার নিকট কারো কোন দাবী দাওয়া থাকলে টিএমএসএস’র নির্বাহী পরিচালককে তা জানাতে অনুরোধ করা হয়েছে। তিনি কারো নিকট কোন অপরাধ করে থাকলে তা ক্ষমা করার নিবেদন জানানো হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে টিএমএসএস পরিবারের পক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আলহাজ্ব আনসার আলী তালুকদার, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দারসহ ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। খবর বিজ্ঞপ্তির।