আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ্বাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে সোমবার সকালে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে মাল্যদান, উপজেলা হলরুমে আলোচনা সভা ও শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান প্রযুক্তিতে অনন্য অবদান রাখায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, সদর ইউনিয়ন আ’লীগের সম্পাদক রফিকুল ইসলাম, বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়ার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাবা আদম (রঃ) মসজিদের বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।