নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রানীনগরে এসিআই মটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় ‘সোনালিকা ডে- ২০২১ ক্যাম্পেইন উপলক্ষে সারাদিন ব্যাপী নানা আয়োজনে সার্ভিসের কর্মকান্ড তুলে ধরে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত শুরু হয়েছে। আজ রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকা হতে সারাদিন ব্যাপী এ সেবার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, এসিআই মটরসের নওগাঁ জেলা ডিলার অশ্বীনী কুমার বাবু। এসময় সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সেবায় ডিসপ্লে প্রদর্শণীতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নওগাঁ জেলা ইয়ামাহা ডিলার মোতাহার হোসেন, এসিআই মটরসের বিভাগীয় রিজিওনাল ম্যানেজার, মোঃ মাহফুজার রহমান, এসিআই মটরসের বিভাগীয় রিজিওনাল রিকোভারী মোঃ মাসুদ আলম, নওগাঁ জেলা টেরিটরি ম্যানেজার মাসুদ রানা মাসুম, মার্কিটিং অফিসার আশিফ আল আমিন, রিকোভারি অফিসার মোঃ আতিকুজ্জামানসহ নওগাঁ এরিয়ার সকল সেলস্ রিকোভারী ও সার্ভিস অফিসার। অনুষ্ঠানে বক্তব্যে বলেন, গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টরসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, মূল্য ছাড়ে অন দ্য স্পট বুকিং, ছাড়ে স্পেয়ার পার্টস কেনার সুযোগ, ফ্রি হেলথ চেকআপ ও বিক্রয় অনুসন্ধান কেন্দ্র বুথ করা হয়েছে। আরোও বলেন, চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহার করতে পারেন এজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর এসিআই মটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে’ আয়োজন করে থাকে।