গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতি মূলক কর্মকান্ডের বিরুদ্ধে চলমান কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার (১৭ই অক্টোম্বর ২১) গাবতলী থানা ছাত্রদলের উদ্যোগে কাগইল বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন গাবতলী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রাথী মোহতাছিন বিল্লাহ মুন, সভাপতি প্রাথী সাখাওয়াত হোসেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক প্রাথী মাহমুদুল হাসান মোহন, সাধারণ সম্পাদক প্রাথী বিপ্লব মিয়া ও শামীমুর রহমান আল আমিন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শাকিল আহমেদ, কাগইল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক সেতু, আনারুল, সদস্য অতনু, সদর ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিয়ন, ছাত্রদল নেতা রুমান, হাফিজুল, শাকিল, রিপন, আল-আমিন, তাজেল, মাসুদ, ফুয়াদ, জনি, রিয়াদ, রাকিব, শফিক, শামীম, নয়ন, হযরত, বাপ্পি, মেহেদী, পিয়াস ও জুম্মন প্রমূখ। উল্লেখ্য, গত ১২ই অক্টোম্বর২১ বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবং গাবতলী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী এমআর হাসান পলাশের প্রার্থীতা বাতিলের দাবীতে গাবতলী প্রেসক্লাবে কার্যালয়ে উল্লেখিত সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।