বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস -২০২১ পালন করা হয়েছে। ” আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিস ও খাদ্য অফিসের উদ্যোগে সকাল ১১ টায় একটি পদযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।