উৎসবমুখর পরিবেশে বগুড়ায় তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার সকাল থেকে বিকাল পযন্ত সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে নির্বাচন উপ-পরিষদের আহবায়ক সংসদ সভানেত্রী ও বগুড়া জেলা প্রশাসক পত্নী মিসেস শামীমা আক্তার, নির্বাচন পরিচালনা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান, সংসদ উপদেষ্টা প্রফেসর হোসনে আরা হায়দার । ১৬টি পদে মোট ২০ জন প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ১০৭ জন ভোটারে মধ্যে ৮৮ জন ভোটার তাদের ভোটার প্রদান করে। বিকাল ৫টায় নির্বাচন কর্মকর্তা ফলাফর ঘোষনা করেন। এতে সহ-সভানেত্রী পদে ২ জন নির্বাচত হন অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সাধারণ সম্পাদক পদে অধ্যাপিকা মাহমুদা হাকিম বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচত হন আনজু মান আরা বেগম, কোষাধ্যক্ষ পদে নির্বাচত হন নাসিম নাহার বারী, কুটির শিল্প পদে নির্বাচত হন নাজমা বেগম, সাংস্কতিক ও ক্রীড়া পদে নির্বাচত হন হাসিনা খাতুন, সাহিত্য ও পাঠাগার পদে নির্বাচত হন নুরজিয়া জাহান, প্রচার ও আপ্যায়ন পদে নির্বাচত হন হেফাজত আরা মিরা, ধর্মীয় সম্পাদিকা পদে নির্বাচত হন লিজা। এছাড়া ১৩ জন সদস্য নির্বাচত হন ।