সোনাতলা (বগুড়া)প্রতিনিধি: সোমবার দুপুরে সোনাতলা উপজেলার টিএম মেমোরিয়াল একাডেমি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সিআ্রভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত শিক্ষক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, টিএম মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ড.জিল্লুর রহমান, সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল,বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, অধ্যক্ষ আব্দুল মালেক, তাহেরা রহমান প্রমূখ।