সোমবার দুপুরে বগুড়ার সোনাতলায় সোনাতলায় শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষার পিসি,এপিসি ও আনসারদের ডিউটিতে সুষ্ঠু দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল, প্রকল্প বাস্তবায়ন অফিসার আয়েশা সিদ্দিকা, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,আনসার-ভিডিপি অফিসার নাসিমুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্ডল, পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত। তাঁরা সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পিসি, এপিসি ও আনসার সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৪৯ টি পুজা মন্ডপে আইন শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।