নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী রেঞ্জ পুলিশের সেপ্টেম্বর/২১ মাসের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম। বিভিন্ন অপরাধমূলক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম সহ বিভিন্ন ক্যাটাগরীতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সেপ্টেম্বর/২১ মাসের নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১১ অক্টোবর) রাজশাহী রেঞ্জের ডিআইজি রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরীতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সেপ্টেম্বর/২১ মাসের নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম। অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম সকল ইউনিট সমূহের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় রাজশাহী অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।