বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা পারভীন,মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সাংবাদিক হাসানুজ্জামান, এমদাদুল হক প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক আলোচনা হয়। দুর্গাপূজার সময় যেন কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়। আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের উদ্যোগে নারী ও শিশু পাচার এবং বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।