নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আমন মৌসুমের ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার খট্টেশ্বর রাণীনগর মাঠে প্রধান অতিথি হিসেবে নমুনা শস্য কর্তনের মধ্যে দিয়ে ধান কাটার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। চলতি আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৮হাজার ৬শত ৫০হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষক আমিনুল ইসলাম খাঁন প্রমুখ। চলতি মৌসুমে আবহাওয়া আমন ধানের অনুকুলে থাকায়, পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় ও বন্যা না হওয়ার কারণে এবার উপজেলার কৃষকরা প্রতিবিঘা জমি থেকে ২০-২৫মণ (শুকনো ধান) হারে আমন ধানের বাম্পার ফলন পাবেন বলে আশা করছে কৃষি বিভাগ।