দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গোৎসবের টাউন বারোয়ারী পূজা মন্ডপের শুভ উদ্বোধন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা ফিতা কেটে এ পূজা মন্ডপের উদ্বোধন করেন। দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপচাঁচিয়া থানা ও টাউন বারোয়ারী পূজা মন্ডপের আয়োজনে থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আব্দুল হাকিম তালুকদার, পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী ও কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদস্য আজিজুল হক, টাউন বারোয়ারী পূজা মন্ডপের সভাপতি সনাতন সাহা প্রমুখ। শেষে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীর ৩’শ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রীতি উপহার হিসাবে বিতরণ করা হয়।