বঙ্গবন্ধু জাতীয় সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতা-২০২১ এ বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রায়হান বুক সাঁতারে ১০০মি. দ্বিতীয়, ২০০মি. দ্বিতীয়, মুক্ত সাঁতার ১৫০০মি. দ্বিতীয় ও ৪০০মি. তৃতীয় স্থান অধিকার কৃতিত্ব অর্জন করেছে। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি কৃতিত্ব অর্জনে তাকে মেডেল পরিয়ে দেন। এসময় তিনি বলেন, প্রতিভা মানুষকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া এবং কৃতিত্ব অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। একজন শিক্ষার্থীই পারে প্রতিষ্ঠানকে তার কৃতিত্ব দ্বারা গোটা দেশবাসির কাছে পরিচিতি ঘটাতে। মেডেল পরানোর সময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।