1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বগুড়া ও জয়পুরহাট জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিমিয় - Uttarkon
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপি’র বিএনপি নেতাকর্মীদের গুম করে নির্যাতনের পর আদালতে তোলা হচ্ছে : মির্জা ফখরুল হাসপাতাল থেকে নাহিদ, আসিফ ও বাকেরকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিলো যুক্তরাজ্য বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কলকাতার ছাত্রছাত্রীদের ‘সংহতি’ বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কলকাতার ছাত্রছাত্রীদের ‘সংহতি’ হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে : র‌্যাব ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ হবে না : ঢাবি ভিসি বগুড়ায় কারাবন্দী, সাংবাদিক, অসুস্থ, সাধারণ মানুষও আসামি

বগুড়া ও জয়পুরহাট জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিমিয়

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র উদ্যোগে বগুড়া ও জয়পুরহাট জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় শনিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ক্ষুদ্রঋণ সেক্টরের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এমআরএ’র পরিচালক মোঃ নূরে আলম মেহেদী। এ ছাড়া বগুড়া ও জয়পুরহাট জেলায় কর্মরত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ বক্তব্য রাখেন। এমআরএ’র সিনিয়র সহকারী পরিচালক পঙ্কজ কুমার পালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন বাংলাদেশের ক্ষুদ্রঋণ কার্যক্রম সারা বিশ্বে অন্যতম বৃহত্তম আর্থিক খাত হিসেবে সুপরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের শুরুতেই দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক কর্মকান্ডে সম্পৃক্ত করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের লক্ষ্যে ছোট বা ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জামানত ও সুদ বিহীন ঋণ প্রদানের নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে রুরাল সোসিয়াল সার্ভিস (্আরএসএস) প্রকল্পের আওতায় সর্বপ্রথম সুদ ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তিত হয়। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবা কার্যক্রমের পাশাপাশি ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। বক্তরা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সকল কার্যক্রম দৃশ্যমান প্রচারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধনে জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে বে-আইনি ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধ এবং এমআরএ’র সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সমূহকে বৈধ ঋণ কার্যক্রম পরিচালনায় স্থানীয়ভাবে সহায়তা প্রদানসহ বিদ্যমান বিধি-বিধান বাস্তবায়নে মাঠ প্রশাসনের সহায়তা নেওয়া একান্ত প্রয়োজন বলে বক্তরা উল্লেখ করেন। এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্ গতকাল রবিবার টিএমএসএস মম ইন বিনোদন জগতে টিএমএসএস আয়োজিত তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন এমআরএ’র পরিচালক মোঃ নূরে আলম মেহেদী,বগুড়ার অতিরিক্ত জেলা মেজিট্্েরট মোঃ সালাহউদ্দিন আহম্মেদ,টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে তিনি বিনোদন জগতে তৌফিক হাসান ময়না মঞ্চে টিএমএসএস আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্থ,দরিদ্র,অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies