সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: শনিবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সমজাতাইড় গ্রামে বয়স্ক ও এতিমদের নিরাপদ আবাস ‘সার্প শার্ন্তি নিবাস’ এর উদ্বোধন করেন সাহাদারা মান্নান এমপি। প্রধান অতিথি হিসেবে শান্তি নিবাসটির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। পরে বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। সার্প ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক । বক্তব্য রাখেন বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,সার্প ফাউন্ডেশনের সহসভাপতি আশাফুদ্দৌলা সেক্সপিয়ার, সাধারণ সম্পাদক নাজমুন নাহার মুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু। সার্প ফাউন্ডেশনের মাধ্যমে এতিম,গরীব পুরুষ ও মহিলাদের সাহায্য-সহযোগিতা করে আসছে।