সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে টিনের বেড়া দিয়ে প্রবাসী জহুরুলের জমি জোড় পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামের প্রবাসী জহুরুলের স্ত্রী মনিকা খাতুন সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন । জানা গেছে, বগুড়া জেলার সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি গ্রামের সাত্তার রোবিয়া প্রামানিক জীবিত থাকা অবস্থায় জহুরুল ইসলামের নামে সারিয়াকান্দি মৌজায় কুুঠিবাড়ী গ্রামে ৫৮,৫৯ দাগে ৯শতক জমি দলিল করে দেয় । জহুরুল বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে । তার স্ত্রী সোনাতলা উপজেলায় বসবাস করে । জহুরুলের স্ত্রী জানতে পারে ঐ জমিটি জোড়পূর্বক দখলের জন্য ৪/৫দিন আগে টিনের বেড়া দিয়ে ঘিরা দিয়েছে কুঠিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমান নাদুর ছেলে আইয়ুব,শাহ আলম,সাখাওয়াত, মাহফুজার রহমান ও তার পক্ষের লোকজন । সংবাদ পেয়ে জহুরুলের স্ত্রী কুঠিবাড়ি গ্রামে এসে জমি দখলের বিষয়ে বিবাদীদের নিকট জানতে চায় । বিবাদীগন জোড় পূর্বক জমিটি দখল করার কথা বলে । জহুরুলের স্ত্রী ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদেরকে মারপিটের হুমকি দেয়ায় জহুরুলের স্ত্রী প্রাণ ভয়ে জমি হতে চলে যায় । এবিষয়ে জহুরুলের স্ত্রী মনিকা খাতুন বাদী হয়ে কুঠিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমান নাদুর ছেলে আইয়ুব,শাহ আলম,সাখাওয়াত, মাহফুজার রহমানসহ ১৬ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন । থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।