বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ন কবির। সাইকেল বিতরণের পূর্বে ৯ অক্টোবর সকাল ১১ টায় বদলগাছী লাবন্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নাজমুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, ডিডিএলজি উত্তম কুমার রায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, লাবন্য প্রভা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ জন ছাত্রীর হাতে ১ টি করে বাইসাইকেল তুলে দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবির। এসময় ওয়ালটন ২য় জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ এ রানার আপ নওগাঁ জেলা তথা বদলগাছী উপজেলা দলের হাতে বলও তুলে দেন বিভাগীয় কমিশনার মহোদয়।