কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা কালাই ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা গত ৯ই অক্টোবর শনিবার বিকাল ৪টায় কর্নিপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। কালাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম খন্দকার তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার নির্দেশ মেনে নৌকার পক্ষে কাজ করবে, সকল নেতাকর্মীকে উদার্দ্ধ আহবান জানাচ্ছি। সকল ভেদাভেদ রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে যাকে নৌকা দিবে তার পক্ষে কাজ করবে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রহুল আমিন, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বাবলু প্রাং, সংগাঠনিক শহিদুল ইসললাম, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম দুদু, আওয়ামীলীগ নেতা চঞ্চল কুমার বাগচী, মোকলেছার রহমান, শ্রী অশোক কুমার, আব্দুস শহীদ, আবু তালেব মাষ্টার, তোজাম্মেল হক, হেলালুর রহমান লিটন, ইউপি সদস্য নাছির উদ্দিন, সেলিম, আব্দুল বারী, খলিলুর রহমান, বাবলু, গোলাম রসুল, ইয়াকুব আলী, এনামুল হক সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।