বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিকনেতা কামরুল আলম বাজুর কবর জিয়ারত করেন বাজু স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। ৮ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা বগুড়ার নামাজগড় কবরস্থানে কামরুল আলম বাজুর কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আতœার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন কামরুল আলম বাজু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন স্বপন, সভাপতি সামছুজ্জামান সামছু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে বাজু স্বৃতি সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক, আগামী বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচনে বাজু স্বৃতি সংসদের পূন্য প্যানেলে নির্বাচনে অংশ গ্রহনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম, নেসারুল ইসলাম চেরু,শফি কামাল নানা ভাই, আলমগীর হোসেন আলম, নুরুল ইসলাম স্বপন, ঠান্ডু মন্ডল, ভিহিক্যাল রাজ্জাক, রেজাউল করিম মাসুদ, আব্দুল হাই, মজনু ভাতিজা, কাজল হোসেন পাইকার, জিল্লুর রহমান জুয়েল, শাহেল প্রাং সুমন, হায়দার আলী, রিন্টু খন্দকার, মামুনুর রশিদ পুটু প্রমুখ।